গ্রাফিক্স ডিজাইন করে আয় করার ১২ টি জনপ্রিয় উপায় :

আপনি যদি ক্রিয়েটিভ সৃজনশীল মন মানসিকতার মানুষ হন তাহলে আপনি চাইলেই গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে আয় করতে পারবেন প্রতি মাসে ৫০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা।

আপনি যদি ছবি আঁকতে পারেন বা সৃজনশীল কোন ডিজাইন করতে পারেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য ।

অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে যেখানে একটি গ্রাফিক্স ডিজাইন এর মূল্য অনেক বেশি।

তার আগে চলুন জেনে নেই গ্রাফিক ডিজাইন কি?
এবং গ্রাফিক ডিজাইন করে আয় ; বেশ কিছু জনপ্রিয় মাধ্যম দেখিয়ে দেবো আজকে এই টিউটোরিয়ালে।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইনে কি কি শিখতে হবে?

জনপ্রিয় কিছু গ্রাফিক্স সফটওয়্যারঃ

গ্রাফিক্স ডিজাইন কোথায় থেকে শিখবেন?

ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখা

টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইন শিখা

গ্রাফিক্স ডিজাইন এর জনপ্রিয় ক্যাটাগরি :

  1. লোগো ডিজাইন ,
  2. ফন্ট ডিজাইন করে আয় ,
  3. টি-শার্টি ডিজাইন করে আয় ,
  4. স্টক গ্রাফিক্স ডিজাইন থেকে আয় ,
  5. ভিডিও টিউটোরিয়াল বিক্রি ,
  6. ইউটিউবিং ,
  7. ডিজাইন টেমপ্লেট বিক্রি ,
  8. ফ্রিল্যান্সিং ,
  9. ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন ,
  10. এডিট গ্রাফিক্স ,
  11. বিজ্ঞাপন ডিজাইন ,
  12. ইনফোগ্রাফিক ডিজাইন ।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হল কোন একটি ডিজাইন বা কোন আকৃতি কম্পিউটারের মাধ্যমে রূপ দেয়া।

সহজ ভাষায় বলতে গেলে কোনো বিজ্ঞাপন, ব্যানার, টি শার্ট ডিজাইন, ফার্নিচার ডিজাইন, ফ্যাশন ডিজাইন, এবং প্রোডাক্ট ডিজাইন এসব কাজগুলো কম্পিউটারের মাধ্যমে নিখুঁতভাবে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে নিত্যনতুন ডিজাইন করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।

গ্রাফিক্স ডিজাইনে কি কি শিখতে হবে?

এখন কথা হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে আপনাকে কি কি কাজ শিখতে হবে।

প্রথমে আপনার যে প্রয়োজন গুলো সেটা হচ্ছে যে কোন সৃজনশীল আইডিয়া।

কোন কিছু অংকন করার মন মানসিকতা, এবং আপনার অঙ্কন করা বা ডিজাইন করার কোন ফরমেট কে কম্পিউটারাইজড করার জন্য কিছু সফটওয়্যার এর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখার মূল উদ্দেশ্য।

এজন্য আপনাকে বেশ কিছু সফটওয়্যার এর সাহায্য নিতে হবে।

জনপ্রিয় কিছু গ্রাফিক্স সফটওয়্যার :

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে অবশ্যই সফটওয়্যার এর সাহায্য নিতে হবে আর এর জন্য জনপ্রিয় কিছু সফটওয়্যার রয়েছে সেগুলো হলোঃ

এডোবি ফটোশপ ,

এডোবি ইলাস্ট্রেটর ,

এডোবি ইনডিজাইন ,

করেল ড্র ,

থ্রিডি ডিজাইন ম্যাক্স।

এছাড়াও আরো বেশ কিছু সফটওয়্যার রয়েছে যে গুলো আপনি অনলাইনে দেখলেই পেয়ে যাবেন।

আর এই সফটওয়্যার গুলোর কাজ শিখলে আপনি গ্রাফিক্স এর সকল কাজ করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন কোথা থেকে শিখবেন?

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে দুইভাবে শিখতে পারবেনঃ

ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখা।

আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন ঘরে বসেই গুগল এবং ইউটিউব এর সাহায্য নিয়ে বিভিন্ন কুয়েরী লিখে সার্চ করে শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ।

বর্তমানে গুগল এবং ইউটিউবে অসংখ্য গ্রাফিক্স ডিজাইনারের ফ্রি কোর্স রয়েছে আপনি চাইলে যে কোনো একটি কোর্সে অংশ গ্রহণ করতে পারবেন।

এবং কয়েক লক্ষ ভিডিও রয়েছে যে গুলো দেখে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।

টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইন শিখা :

আপনি চাইলে আপনার আশে পাশে যে কোন একটি গ্রাফিক্স ট্রেনিং সেন্টারে যোগদান করে সেখান থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।

সে ক্ষেত্রে আপনাকে ৫,০০০/- থেকে শুরু করে ৫০,০০০/- টাকা পর্যন্ত ফি দেওয়া প্রয়োজন হতে পারে।

তারপরও পুরোপুরি শিখতে পারবেন না। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন অনেক কিছু শিখতে হবে।

এখন পুরোটাই আপনার ইচ্ছা আপনি কিভাবে শিখবেন।

এখন আমরা আলোচনা করছি এই গ্রাফিক্স ডিজাইন করার সবচেয়ে জনপ্রিয় কিছু ক্যাটাগরি বা মাধ্যমঃ

গ্রাফিক্স ডিজাইন এর জনপ্রিয় ক্যাটাগরি :

এখানে আমরা আলোচনা করব প্রথমেই যে সমস্ত কাজ গুলো আপনার জন্য সহজ হবে সেগুলো এবং আস্তে আস্তে কঠিন দিকে যাব।

গ্রাফিক্স ডিজাইন করে আয় করার জনপ্রিয় কিছু উপায় এর মধ্যেই প্রথমেই আমরা যে বিষয়টিকে নিয়ে আসব সেটি হচ্ছে লোগো ডিজাইনঃ

০১) লোগো ডিজাইন :

যে কোনো একটি কোম্পানির বা কোন প্রোডাক্টের পরিচয় বহন করে একটি লোগো। তাহলে বুঝতে পারছেন লোগোর গুরুত্ব আমাদের পৃথিবীতে কতটা রয়েছে।

এবং তারা এ সমস্ত লোক গুলো অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেসে এবং অফলাইন কিছু সংখ্যক দক্ষ গ্রাফিক্স ডিজাইনার ভাড়া করিয়ে নিয়ে থাকে।

এর জন্য তারা প্রতিটি পরিবর্তে ৫০ ডলার থেকে শুরু করে ২,০০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।

অনলাইনে যদিও লোগো ডিজাইনের অনেক কম্পিটিশন তারপরও যদি আপনি একজন দক্ষ ডিজাইনার হন তাহলে অনায়াসে প্রতি মাসে ৫০,০০০/- টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

লোগো ডিজাইন করে ইনকাম করার জনপ্রিয় কিছু মাধ্যমঃ

www.99designs.com

www.freelancer.com/contest

www.upwork.com

www.guru.com

www.peopleperhour.com

www.fiverr.com

০২) ফন্ট ডিজাইন করে আয় :

আপনি যদি বিভিন্ন ডিজাইনে লিখতে পারেন তাহলে আপনার বিভিন্ন ডিজাইনের লেখাগুলোকে কম্পিউটারাইজ করে সুন্দর আকারে ডিজাইন করে সেটা অনলাইনে বিক্রি করেও খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

ETSY হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি চাইলেই যে কোন ফন্ট ডিজাইন করে এখানে বিক্রয় করতে পারবেন এবং যত বিক্রয় হবে আপনার ইনকাম তত বাড়বে।

০৩) টি-শার্টি ডিজাইন করে আয় :

আপনি যদি ভাল মানের ডিজাইন করতে পারেন তাহলে আপনি চাইলে টি-শার্ট ডিজাইনের কাজ শিখতে পারেন।

কেননা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটপ্লেস থেকে অনলাইনে এবং অফলাইনে লক্ষ লক্ষ টি শার্ট বিক্রয় হচ্ছে নতুন নতুন ডিজাইনের জন্য।

টি শার্ট ডিজাইন করে বিক্রয় করার জন্য বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটি ওয়েব সাইট হলঃ

Redbubble

Threadless

Teespring

০৪) স্টক গ্রাফিক্স ডিজাইন থেকে আয় :

আপনি চাইলে স্টক ডিজাইন করেও অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন বর্তমানে অনলাইনে বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। 

যেখানে আপনি চাইলে আপনার ভিডিওগুলো বা স্টক ক্লিপ, ক্লিপ আর্ট, ভেক্টর ডিজাইন লগো সহ আরও অনেক ধরণের ডিজাইন স্টক মার্কেট এ বিক্রি করতে পারেন।

মনে রাখবেন এই ইনকাম কেমন সিস্টেমে আসবে যে আপনি একবারে কাজ করবেন এবং একবারে আপনার একটি ডিজাইন আপলোড করবেন।

সেখান থেকে যতবার সেল হবে এবং ডাউনলোড
হবে আপনি তত বারই শাখা থেকে ইনকাম করতে পারবেন।

অনলাইনে স্টক ডিজাইন বিক্রয়ের জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হলঃ

iStock

Shutterstock

Snapwire

123rf

Alamy

গ্রাফিক্স ডিজাইন শিখে অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় এই সকল মার্কেটপ্লেসে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।

০৫) ভিডিও টিউটোরিয়াল বিক্রি :

আপনি যদি ভাল ডিজাইনার হউন এবং দক্ষ ডিজাইনার হওয়া বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া থাকে এবং আপনার ক্রিয়েটিভ আইডিয়া কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কোর্স / ট্সিউটরিয়াল বানিয়ে সেই ভিডিওগুলোকে আপনি অনলাইনে বিক্রয় করতে পারেন। ।

অথবা আপনি অনলাইনে লাইভ ক্লাস নিয়ে স্টুডেন্টদের কে শেখাতে পারেন সে ক্ষেত্রে আপনার ভালো পরিমাণে একটা প্রকৃত জেনারেট হবে।

টিউটোরিয়াল বা ভিডিও কোর্স  বিক্রয়ের জনপ্রিয় ওয়েবসাইট হলঃ

SkillShare

০৬) ইউটিউবিং

আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করে সেগুলো ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন করে অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন। এটা একটি আনলিমিটেড ইনকাম এর জনপ্রিয় মাধ্যম।

০৭) ডিজাইন টেমপ্লেট বিক্রি :

আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো টেমপ্লেট আকারে ডিজাইন করে যাতে সেগুলো পরবর্তীতে এডিটিং করা যায় এ রকম ভাবে বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রয় করতে পারেন।

আপনার তৈরিকৃত আপনার ডিজাইন করা টেম্পলেটগুলো যত বিক্রয় হবে আপনি তত ইনকাম করতে পারবেন।

ডিজাইনের টেম্পলেট বিক্রি করার জনপ্রিয় কিছু ওয়েব সাইট হলঃ

Shutterstock

pixels

freepic

০৮) ফ্রিল্যান্সিং :

আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে গ্রাফিক্স এর বিভিন্ন ক্যাটাগরির কাজ করে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসগুলো থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাসায় বসে।

নিচে কিছু জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস এর ঠিকানা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলেই রেজিস্ট্রেশন করে গ্রাফিক্স ক্যারিয়ার শুরু করতে পারেন।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলা হল-

www.upwork.com

www.freelancer.com

www.guru.com

www.peopleperhour.com

www.fiverr.com

০৯) ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন :

আপনি চাইলে বিভিন্ন কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন করতে পারেন যেমন, প্যাকেজিং, প্রডাক্ট প্যাকেজিং, কভার ডিজাইন, হ্যান্ডটেক, লেভেল ডিজাইন ইত্যাদি।

অনলাইন বা অফলাইনে বিভিন্ন সেক্টরে সমস্ত কাজগুলো পেয়ে থাকবেন।

বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস গুলোতে বিভিন্ন ধরনের অফার হয়ে থাকে ।  এবং কম্পিটিশনে আপনি এ সমস্ত কাজ গুলো করে ইনকাম করতে পারবেন।

১০) এডিট গ্রাফিক্স :

বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন টেম্পলেটগুলো আপনি এডিটিং করেও ভালো পরিমানে আয় করতে পারবেন অনলাইন মার্কেটপ্লেসগুলো থেকে।

বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস গুলোতে এই ধরনের অনেক অফার হয়ে থাকে।

কেননা বিভিন্ন কোম্পানি অন্যান্য মার্কেটপ্লেস থেকে টেম্পলেটগুলো কিনা এবং সেগুলো বিভিন্ন ফ্রিল্যান্স দ্বারা ডিজাইনগুলোকে এডিট করে নেয় এবং আপনি চাইলে এডিট করে ভালো পরিমানে আয় করতে পারবেন অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে।

১১) বিজ্ঞাপন ডিজাইন

বিভিন্ন কোম্পানির প্রডাক্ট বা সার্ভিস গুলোকে অনলাইনে বিজ্ঞাপন দেয়ার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যানার ডিজাইন করে থাকেন।

এবং সেগুলো অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসগুলো
থেকে ফ্রিল্যান্স করেই করে থাকেন।

আপনি একজন বিজ্ঞাপন ব্যানার ডিজাইনার হয়ে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

১২) ইনফোগ্রাফিক ডিজাইনঃ

ইনফো গ্রাফিক্স ডিজাইন অনলাইন মার্কেটপ্লেস থেকে ইনকাম করার একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে।

বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনাররা ইনফোগ্রাফিক ডিজাইন করে প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা এবং তারও অধিক ইনকাম করছে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে থেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *