অক্লান্ত শ্রম
অনিয়ম অপকর্ম অপরাধ দুর্নীতি
এসব প্রতিহত ও শায়েস্তা করতে
দুদক কত প্রয়োগ করে রাষ্ট্রনীতি !
কেন কাজ করে না বলাই মুশকিল
ব্যবস্থাপনার অভিযোগতো রয়েছে
অন্তরে দুর্নীতি আর কাদা পংকিল !
খাম সংস্কৃতি যথেষ্ট ই উঠেছে গড়ে
উন্নয়নও কিছু সেবামূলক অফিসে
খামে নগদের মাত্রাই চলেছে বেড়ে !
খামের ভেতরে নির্দিষ্ট নগদের হার
যেথায় থাকেনা বেশী পরিমান যার
যথাযথ কোন কাজ হয় না যে তার !
রাষ্ট্রের নিয়ম নীতির কঠিন অবস্থা
সঠিক ব্যবহার করার প্রচেষ্টায় যত
হচ্ছে যথেষ্ট এর পরও রয় দুরবস্থা !
বেচারা দুদক ই বা কতো কী করে
পাকড়াও শাস্তি দিচ্ছে প্রতিনিয়ত
নতুন অপরাধী অসংখ্য তাঁরা ধরে !
তবে সব পারছে এমনই হয় না তবু
শত সীমা বদ্ধতা আছে দুদকের ও
সবে লক্ষ্য না নিলে মুক্তি নেই কভু !