জ্যোৎস্না পাগল
আকাশে চাঁদ ওঠে থালার মতো
কোত্থেকে যে এক ঝটকা ঠান্ডা
বাতাস এসেই গায়ে লাগে যতো।
একজন বাল্য বন্দুর নাম তমাল
সে মেসেঞ্জারেই মেসেজ পাঠায়
আজকে চাঁদটা দেখেছ কামাল।
তৎক্ষনাৎ কামালও রিপ্লাই দেয়
চাঁদের দিকেই তাকিয়ে আজকে
আকাশে চাঁদ উঠেছে কি তমাল ?
তমাল কতোও জ্যোৎস্না পাগল
নিজের ফেসবুক প্রোফাইলেরই
বায়োতে লিখা যা সাড়া জাগল!
জ্যোৎস্না নিয়েই মাথা ব্যথা নেই
লিখেছে ভারাক্রান্ত মনে আমিও
আপনমনে গম্ভীরও আছি যেই!
তমাল তুমি কিরে ঝগড়া করবে
উত্তরে বলে না এ প্রসংগে কতো
বোঝাপড়া শেষেও সিদ্ধান্ত নিবে!
চূড়ান্ত সিদ্ধান্তেই উপনীত সে হয়
আল্লাহ মেহেরবান তিনি হেদায়ত
করেন দান তাঁর পথে চলতে রয় !
দুনিয়ায় আল্লার অফুরন্ত রহমত
যাঁরা সৎ পথে ও খোদারই হুকুম
মানে তিনি প্রদান করেন বরকত!