আচরণ পরিবর্তন!
শিক্ষা মানে আচরণ পরিবর্তন করতে হয়
বিদ্যা মানে জ্ঞান সব শিক্ষাই বিদ্যা আরো
সব বিদ্যা শিক্ষা নয় যদি তা জীবন চলতে
কার্যকর অথবা বাস্তবায়ন করতেই না রয়!
জ্ঞান যেকোনো মাধ্যমেই অর্জন করা যায়
অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র যা
পঠন বা পাঠ করা অথবা পাঠ গ্রহণ করা
অধ্যাপনা মানে ই পাঠদানের সুযোগ পায়।
অধ্যয়ন সর্বদা জ্ঞানার্জনের সমার্থক নয়
বর্তমানে বস্তুবাদী শিক্ষা আর্থ সামাজিক
মূল্যবোধের অবক্ষয়ই সমাজকে করেছে
দূষিত জ্ঞানার্জন অধ্যয়নের সহায়ক হয়।
সন্তানের পিতা মাতা ও অভিভাবক যতো
নৈতিক শিক্ষার প্রথম,প্রধান উৎস হলেন
আর তাঁদের জীবন কর্ম সন্তানের জীবনে
সরাসরি সর্বক্ষেত্রে প্রতিফলিত হয় শতো!
তাঁদের সৎ আরো সুন্দর পরিশীলিত হলে
মার্জিত আচরণের অধিকারীতে সন্তানেরা
দেখে দেখেই তো আয়ত্ত করবে তাঁদের যা
প্রতিফলন সন্তানদের চরিত্রে সম্পূর্ণ মিলে!