অন্তর্যামী !
দয়াল আল্লাহ তোমার খেলা বুঝা ভার
তুমি রাখো মারো সবই করো তোমারই
এখতিয়ার এগুলো যে কতো চমৎকার!
এ বিশ্বের বিরাজমান যতো সব সাকার
জলে স্থলে পাহাড় পর্বতে যথায় তথায়
যত কিছু তুমি সবই দেখ বসে নিরাকার!
হাশরের বিচার দিনের কেবল তুমি স্বামী
দয়া মায়া ছাড়া উদ্ধার পাওয়ার কাহারো
শক্তি নেই যা গুনগান তোমার অন্তর্যামী!
তোমার খেয়াল আর খুশিতে এ সংসারে
আল্লাহ তুমি যেমন ইচ্ছাই করেছো যারে
সৃজিলেও জিন ইনসান আদম-হাওয়ারে!
স্থাপন করে রেখেছো যে ভবের বাজার
আদমকে সৃষ্টি করার পর তাঁকে যেনো
সিজদা করে ফেরেস্তারা হুকুম তোমার!