দুনিয়ায় যেন মুসাফির !
ইসলাম সীমিত ব্যক্তি মালিকানা ই মানে
খোদা সংযত পর্যায়ে ধনী গরীব উভয়ের
মধ্যে পার্থক্য রেখেছেন অন্যের বঞ্চনা ও
বিড়ম্বনার কারণ না হয় যা মানুষ জানে।
আল্লাহপাক নিয়ন্ত্রণের দিয়েছেন নির্দেশ
মানুষকে অর্থনৈতিক জীবনও নির্ধারিত
বিধানের আওতায় ই পরিচালনা করতে
যাতে তারা সহজে পালন করে আদেশ।
এ ভাবে সীমিত পর্যায়ে জীবনযাপন কর
রাসূল ( সা.) ইরশাদ করেছেন যেন তুমি
দুনিয়াতে ভিনদেশ থেকে আগত কোনো
মুসাফির বা পথিক এমনি চলার পথ ধর।
অসহায়ত্বের পর্যায়ে ঠেলে যে না দেয়া হয়
যাতে ধনী ও গরিবের এ পার্থক্যে শোষিত
নিপীড়িত নিগৃহীত না হয় যেন এক শ্রেণীর
দ্বারা অন্য শ্রেণী এরও কঠিন সতর্কতা রয়।
কাহারো উন্নতির কারণ হয়েতো না দাঁড়ায়
অন্য লোকের দুঃখ-দারিদ্র্যের অর্থনৈতিক
গোলামে সেবাদাসে যূপকাষ্ঠে বলি হবে ও
বিত্তশালী সুখে ভোগবে তাও যেন তাড়ায়।