অবসান
কত যে আর গাইব আমি
আমার প্রাণের বন্ধুর গান
স্নেহের তরে বন্ধুর আশায়
সময় হলো কত অবসান।
যখন শুধুই একা ছিলাম
মায়ার বন্ধুর সঙ্গ নিলাম
ছাড়লাম জাতি কুলমান
বন্ধুকে সব করলাম দান।
মায়ার টানেই ভালোবেসে
সে এখন রয় দূর বিদেশে
কাছের লোকে কত হাসে
অশ্রুতে মোর নয়ন ভাসে।
যদি সে তো করে না স্মরণ
সমান হয় যেন বাঁচন-মরণ
উপাসনাতে যত কষ্ট বারণ
আল্লার কৃপায় হয় নিবারণ!