আসে দিন কঠিন !
শ্রমিক মজুর পড়ছে ঘোর আঁধারে
হিমশিম খায় উপায় বুদ্ধি নাই পায়
সমাধান মিলে না তো আর বিচারে!
সুদখোর ঘুষখোর মজুদদার যতো
চিটিংবাজ দালাল টাউট বাটপারে
আগুন দিয়েছে তো সকলের ঘরে!
ভোগ বিলাসেও তারা হয়েছে বাবু
যত গরিব তাদেরকে করেছে কাবু
অসহায় মারে মানে না বিনয়ে কভু!
যায় দিন ভালো আসে দিন কঠিন
এমনভাবে বাঁচবইবা আর কয়দিন
কতো সুখ সমৃদ্ধি পর আসে দুর্দিন!
সকলেইতো হয়ে গেলাম নিরুপায়
আরো বাড়ছে দুঃখের যতো সদায়
আমরা জড়েছি শয়তানি ধোকায়!