জাগো বীর শন্তানেরা !

আকাশের সৌন্দর্যে রয় তাঁরা সারি সারি
চাঁদ ও সূর্যে উজ্জ্বল হয় মোদের ঘরবাড়ি।

মোদের বিধির রীতি নীতি কি করিব হায় 
ভালবাসি যত যারে সে যে ততো কাদাঁয়!

বাস করে এ জগতে কতো সোনার তরুণ
নির্ধিধায় তারা অন্য দলকে করে যে খুন!

নাদুস নুদুস রুপেরও সোনার নওজোয়ান
অল্প বয়সে বিড়ি সিগারেটে যা মারে টান!

আদরে বিজড়িত আমাদের সোনার ছাত্র
বই পুস্তক আর কলম রেখে ধরে যে অস্ত্র!

আরো আছে যতো সোনার বখাটে ছেলে
জুয়া হাউজিং এর মতো কতো কি খেলে!

ভবঘুরে বখাটে ছেলেদের যতো জ্বালায়
কতোও আছে যেতে চায় না পাঠশালায়!

আমাদের স্নেহের ছাত্ররা করে চাদাবাজি
প্রাণের আশঙ্কায় ব্যবসায়ী দিতেই রাজি!

অগনিত কতো যেন আছে করে অপমান
ভয়েতেও কেউ আসে না বাঁচাতে সম্মান!

অজস্র অসংখ্য অসহায় রয় মা বোনেরা
কত বিচার চেয়েই সুবিচার পায় না তারা!

আসে যখন আমাদের একুশে ফেব্রুয়ারি
অনেক ছেলে আছে শুরু করে ফুল চুরি!

ধাপট আর ক্ষমতাশালী মাথামোটা নেতা
শ্রদ্ধা জানায় শহীদদের পায়ে পরে জুতা!

লক্ষ শহীদেরও রক্তের বদলে পাওয়া দেশ
এমনভাবে কি সকল কিছু হয়ে যাবে শেষ?

জাগো জাগো বাংলা মায়ের বীর শন্তানেরা
সবার দিকেই কিন্তু থাকিয়ে যে আছে ওরা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *