স্বপ্নের সিঁড়ি বেয়ে
তুমি যদি ওই দূর আকাশের
কোনো পাখি হও তবে আমি
হব সেই পাখিটির দু’টি ডানা *
তোমার সাথে হারিয়েই যাবো
অচেনা দেশে যেথা থাকবেনা
ভালো বাসার কোনোও মানা। *
স্বপ্নের যতো সিঁড়ি বেয়ে নিব
আমি ভালো বাসা রাশি রাশি
যেনো আমার জীবনের বাকি *
সে অফুরন্ত ভালোবাসা দিয়ে
তোমার সাথেই থেকেও বাঁচি
আরো আনন্দে একত্রে থাকি। *
প্রচুর মনি মুক্তা নিয়ে আসব
তোমারও একান্ত সে ডানায়
মূল্যবান মুক্তার মধ্যেই রেখে *
দিব আমাদের প্রকৃত গভীর
ভালো বাসা কোনো কোনায়
যা উৎসুক বন্ধুরা যেন দেখে। *