কে দিল মন্ত্রণা !
তাকিয়েই আসমানের দিকে
বলোতো সে কি আছে সুখে
শতো দু:খ কষ্টে কেঁদেই মরি
সে যেনো আমার পাশে নায়।
বিধাতা আমাকে তুমি বলো
কোথায় গেলেই তারে পাবো
জ্বালা যন্ত্রনাগুলো আমাকে
অন্তরের মধ্যে কত পোড়ায়।
ভাবতে ভাবতেই তারে আমি
চোখ বুঝে কতো জড়াই ধরি
চোখ মেলেই তবে দেখি পরে
সে বন্ধুটিই আমার বুকে নায়।
অন্তরেতে যতো জ্বালা যন্ত্রণা
জল দিলেও তা আর নিভেনা
ফুঁপে ও জোরে কতোই কাঁদি
দূরে থাকতে কে দিল মন্ত্রণা!
অন্তরংগ বন্ধু হারিয়েছি যারে
দিন রাতে অনেক খুঁজি তারে
কোন ব্যথায় ছেড়ে গেল মরে
আল্লার দয়ায় যে দু:খ সারে!