কাপুরুষ যতো !
দু’টি মাত্র পন্থায় হওয়া যায় সফল
সঠিক লক্ষ্য নির্ধারণ করে ঠিক যা
করার নিত্য প্রয়োজন আর দ্বিতীয়
হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে গেলে
কখন কেউ জীবনে হবে না বিফল।
কাহারো হয়তো যেন পরীক্ষা আছে
আগামী কালই নির্ধারিত কিন্তু এটা
তার কাছে কোন ব্যাপার নয় কারন
শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা
পাতায় ভবিষ্যৎ অনির্ধারন রয়েছে।
ভাগ্যের দিকে চায় কাপুরুষ যারা
আর শক্তির দিকে নির্ভর করে যা
এ জগতে অবস্থান করে একনিষ্ঠ
চেষ্টা সাধনায় পুরুষরা চায় নিজে
বাহু ও মাথা উঁচুতে তুলবেই তারা।
কাজ না করেই বিখ্যাত হতে চায়
সবাই কিন্তু অনেকে প্রকৃতভাবেই
সমস্ত কাজ উপযুক্ত সময়ে সম্পন্ন
না করে ফেলেই রাখেন অবশেষে
সম্পাদনের কোন সুযোগ না পায়।
জীবন এমন কিছু চাপিয়েও দেয়
যা কখনোই নিয়ন্ত্রণ করতে পারা
যায় না তথাপি কঠোর পরিশ্রমের
মাধ্যমে আয়ত্তে আনারও কৌশল
অর্জনের সুযোগ তৈরী করে নেয়।