শান্তি দেয়

কতো মানুষ পৃথিবীতে আসে
প্রয়োজনে একে অন্যে মিশে।

সহযোগিতায় কত কিছু পায়
সহমর্মিতার যত গভীরে যায়।

সহপাঠী বন্ধু যতো যারা রয়
একে অপরের সহযোগী হয়।

সুখ দু:খ যত ভাগ করে নেয়
পাশে থেকে তারা শান্তি দেয়।

কতো জনের আছে অশান্তি
খোদার মর্জিতেই পায় শান্তি!

উপাসনাতে থাকে যদি ভক্তি
আল্লাহ তায়ালা করেন মুক্তি!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *