তিনি চিরঞ্জীব !
আল্লাহ একক অ-দ্বিতীয়
তাঁর কোন সমকক্ষ সদৃশ
স্ত্রী সন্তান অংশীদার কিছু
নেই একত্ব তাঁরই মাঝেতে
নিহিত তাই তিনি পূর্ণতার
অধিকারী এক-অদ্বিতীয়!
সুন্দর নাম সমূহ পূর্ণ শ্রেষ্ঠ
গুণাবলী কেবল মাত্র তাঁর
‘আহাদ’একমাত্রই আল্লাহ
ছাড়া আর কারোও ক্ষেত্রে
প্রযোজ্য নয় গুণাবলীতেই
একমাত্র পরিপূর্ণ উৎকৃষ্ট !
তাঁর সত্তা এবং গুণাবলীতে
একক কোনোই শরীক তাঁর
নেই সকল নবী – রাসূলদের
রিসালাতেরই আগমনও হয়
একত্ব ঘোষণার জন্যে তিনি
ছাড়া মাবুদ যে নেই বলিতে!
সামাদ’ও হচ্ছেন একই সত্তা
যাঁর কাছে সবাই প্রয়োজন
পূরণের জন্যেও পেশ করে
তিনি এমন নেতা যে নেতৃত্ব
পূর্ণতা লাভ করেই চূড়ান্তের
পর্যায়েও রয়েছে একাত্বতা!
সরদার নেতৃত্ব মর্যাদা তাঁর
শ্রেষ্ঠত্বও ধৈর্য্য সংযম জ্ঞান
বুদ্ধিমত্তা বিচক্ষণতাই তথা
শ্রেষ্ঠত্ব আরো সম্মানের সব
গুণাবলিতে সম্পূর্ণ লাভের
অধিকারেতেও আছে যাঁর!
তিনি ঐ সত্তা যিনি চিরঞ্জীব
সবকিছুর ধারক, যার কোন
পতন নেই ও যিনি কাউকেই
জন্মদান করেননি আর যিনি
খাবার গ্রহণ করেন নি জন্ম
গ্ৰহণ করেননি তিনি সজিব!
তিনি ঐ সত্তা যিনিই চিরঞ্জীব
সব কিছুর ধারক, যার কোন
পতন নেই আর যিনি কাউকে
জন্মদান করেননি আর নিজে
জন্ম গ্ৰহণ করেননি ও খাবার
গ্রহণ করেন নি তিনি সজিব!