ব্যতিক্রম !
এ জগতে কতো ব্যতিক্রম চলে
দেখা যায় রাস্তা ঘাটে বের হলে
ছোট বড় যুবকও অনেক মিলে।
আজব থাকে তাদের ভাব ভংগী
পরনেই রয় সার্ট প্যান্ট বা লংগী
সাথে রয় আরো অসংখ্য সংগী।
তারা আশে পাশে অগনিত রয়
তাদের বল শক্তি খুব বেশী হয়
নিরীহ মানুষ যত নির্যাতন সয়।
বয়োজ্যেষ্ঠ মুরব্বি আছে যতো
অবজ্ঞা করেই তারা চলে ততো
আনকোরা আনাড়ি শত শতো।
অনেকের দিন রাত সমান যায়
ঘুরাঘুরি করে কত অবৈধ খায়
আল্লার দয়ায় যেন সু পথ পায়!