মন ছানাবড়া !
অনেক লিখা হয়ে যায় তেড়া বেড়া
এমন কিছু লিখা হয়নি তো মনগড়া!
কখনো লিখতে যেন করি তাড়াহুড়া
কবিতাটি পড়ে নিবেন আগা গোড়া!
কি আর লিখতে পারি মন ছানাবড়া
বাস্তব চিত্রে মনে আসে যুদ্ধেই লড়া!
জীবন যুদ্ধের সময়ও হয়েছে সবার
চোখ বুজে থাকাটা হবে না আবার!
আজব চলাচল আর ভয়ংকর কতো
বিরাজমান বেহায়াপনা আছে যতো।
স্বাভাবিক বেশ ভূষ পরিবির্তন করে
ছেলে-মেয়ে,মেয়ে ছেলের রুপ ধরে!
জীবন যাপন করা খাম খেয়ালী নয়
অস্বাভাবিক চলাচলে লানতও রয়!
সময় থাকতে যারা সঠিক পথে চলে
আল্লার কৃপায় সব সুখ শান্তি মিলে!