হৈহৈ রৈরৈ !
খোকা-খুকু সকলে জানে ছন্দ
মিলে মিশে করে কতো আনন্দ।
ছোটদের থাকে যত মিলজোল
সামান্যতে লাগে শত গণ্ডগোল।
ঘুমের আগে বাবুদের থাকে হৈচৈ
খেলা ধুলায় আরোও করে রৈরৈ।
খেলাতে তাদের যতো তাড়াহুড়া
হেরে গেলে মন থাকে ছানাবড়া।
দোলনা ও মায়ের কোলে শান্তি
বঞ্চিত হলে তাদের রয় অশান্তি!
শৃঙ্খলাতে সেনাপতি সোলজার
মাথায় থাকেই বিষম গোল যার!
কতো রোগে ভোগে বৃদ্ধ রামানন্দ
দূরে চলে যায় তার ফুর্তি আনন্দ!