কতো জঘন্য !
শত্রু সৃষ্টি হয় দুনিয়াবি অথবা দ্বিনির দায়
ফলে উভয়ের মধ্যে কেউ শান্তি নাহি পায়।
কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন যে না হয়
লঙ্ঘন হলেতা খোদার অপছন্দ বর্ননা রয়।
সীমা লঙ্ঘন করা কোন অবস্থাতে নয় ঠিক
যার উল্লেখ রয়েছে কোরান করিমে সঠিক।
কারো সঙ্গে কতো মনোমালিন্য হতে পারে
যার সৃষ্টি হয় দ্বিনি বা দুনিয়াবি কারণ ধরে।
সীমা লঙ্ঘন হলে বিপরীত হতেই পারে যত
নিজের গোপনীয়তা প্রকাশ হতে পারে তত।
আবার বন্ধু হয়ে যেতেও পারে শত্রু কখন
ঐ কাজের দরুন লজ্জিত হতে হবে তখন।
বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাহি চাও
বন্ধু শত্রুর ক্ষেত্রেও সব বজায় রেখে যাও।
অতি বন্ধুত্ব আরো শত্রুতা খুব ভালো নয়
বন্ধুত্ব চিরকাল অনেকের বহাল নাহি রয়!
বন্ধুত্বের ক্ষেত্রে মুমিনদের দাও যত প্রাধান্য
অবিশ্বাসী ও মুনাফিকরা হয় কতো জঘন্য!