স্মরণীয় যতো !
যে স্মৃতিগুলো জমিয়ে রাখি
সুখের মনে করে সে গুলোই
আমাদের আনন্দের হিসেবে
খুব বেশি স্মরণ রয় কখনো
এর ক্ষতি ভোগ করে থাকি!
যারা মূলত ভাল বাসতে চায়
তাদের ভাগ্যে আর কখনোই
জুটে না সত্যিকারের কোনও
ভাল বাসা শেষে কেবল মাত্র
সারা পৃথিবীর অবহেলা পায়!
জীবনের শিক্ষাটা যত সেরা
প্রত্যেক মানুষের যত নিখুঁত
সুষ্ঠু ও সঠিকভাবেই গ্রহণের
জন্যই কারো কাছে একবার
ঠকে যাওয়াও ভালো মোরা!
পরিস্থিতির স্বীকার হতে হয়
আর এতে যা দুর্ভোগ যাতনা
দু:খ ও কষ্ট পেতেই বাস্তবতা
স্মরণ করে চোখের দু’ফোটা
জ্বল মুছে এগিয়ে যেতে রয়!