দাপট
ধরণীতে যা কিছু আছে বিরাজমান ,
সকল কিন্তু সৃষ্টি কর্তার অশেষ দান।
নদ নদী সাগর আর মহা সাগর যত ,
জীব জন্তু আছে যে অনেক শত শত।
পাহাড় পর্বত বন বনানী জংগল যত ,
তরু লতা বৃক্ষরাজী প্রভূর নামে রত।
পাখি সব এ ডাল থেকে ও ডালে যায়,
মনের সুখে কতই গান মিষ্টি শুরে গায়।
বাঘ ভালুক সিংহ যত, হিংশ্র প্রাণী যারা,
দাপট হুংকার গর্জন করে,চলতেছে তারা।
নিরিহ দুর্বল যত সব,পশু পাখির দল ;
অত্যাচার করে তাদের, আছে যাদের বল।
হুংকার তর্জন গর্জন, কিছুই নয় চিরস্থায়ী ;
শক্তি দাপট বীরত্ত্বের শুর, সব ই ক্ষনস্থায়ী।