কঠিন সময় !
বর্তমান সময় কতোই কঠিন
চলতে হবে তো করে রুটিন!
কতো যে চলে হেলা ফেলায়
সুখ আরো শান্তি দূরে পালায়!
যতো লোক সঠিক পথে চলে
জীবনে কতোও শান্তি মিলে!
দুর্ভোগ আর দুর্গতি দূরে যায়
তাদের জীবনে সমৃদ্ধি পায়!
অনেকেও চলে নিয়ম মেনে
ভাগ্যে ওদের প্রশান্তি আনে!
সৎ আরো সঠিক চলে যারা
মান সম্মান লাভ করে তারা!
সময়ের কাজ সময়েই করে
তারাই পরিবারের হাল ধরে!
আল্লাহ পাক কতো দয়াময়
তাঁর কৃপাতে সব শান্তি হয়!