ওলি আউলিয়ার দেশ
আমাদের সিলেট শহর ওলি আউলিয়ায় ভরা
এর মধ্যেতে অবস্থানকারী যতো আছি মোরা।
শহর ও প্রত্যন্ত অঞ্চলের লোক ভাগ্যবান কত
ওলি আউলিয়াদের পরশে উন্নত হয়েছে শত ।
ছোট বড় নারী ও পুরুষ মোরা করে যাই পূণ্য
আল্লাহ ও রাসুল (স.)এর কাছে হব ভাল গণ্য।
ওলি আউলিয়াদের পুণ্য ভূমিকে স্মরণ করে
প্রত্যন্ত অঞ্চলের কত লোক আসে গাড়ী ভরে।
কতো যে ভাব ভক্তিতে ছোট বড় আসে লোক
আল্লার কাছে তাঁদের মাধ্যমে ব্যক্ত করে দু:খ।
প্রত্যেক দিন অনেক দূর দূরান্তরের মানুষ জন
পুরুষ ও মহিলা অসংখ্য গাড়িতে করে আগমন।
অন্তরের গভীরে লুকায়িত তাদের যতো আশা
মনোযোগে প্রার্থনা করে যেনো না হয় নিরাশা।
সবে মিলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি
তিনি আমাদের পাপ পংকিল যত মার্জনাকারী।