হৃদয়ের দুয়ার খোলা !
আমার প্রিয় বন্ধু যদি আমি হতাম সুখ
তাহলে তো আমার স্নেহের মানুষটাকে
কখনোও স্পর্শ করতে দিতাম না দু:খ!
আরো যদি একান্ত শুধু তোমার হতাম
তাহলে এ পৃথিবীর সবচেয়ে গভীরতম
যত ভালবাসা তোমায় উপহার দিতাম!
যখন এক ফোটা জলও চোখের পড়ে
লক্ষ্য করলে সে জলের ফোঁটা তখনো
দেখবে কেবল যেন তোমার জন্য ঝরে!
মনের কথাই বোঝোনা তাই আমি বলি
শত আঘাতের পরেও যেনো তোমাকে
ভালবেসে আমার বাকিটা জীবন চলি!
ওই দূর আকাশের তারা যদি তুমি হতে
আমিও হতাম রাতের চাঁদ ভালোবেসে
রেখে দিতাম ঐ হাত দু’টো মোর হাতে!
সুখগুলো হৃদয় হলে আমি দিতাম হাসি
যে হৃদয়ের দুয়ার আছে সে দুয়ার খুলে
চিৎকার করে বলতাম কত ভালোবাসি!