জলাবদ্ধ শহর !
০৬ অক্টোবর , ২০২৩ রোজ শুক্রবার
সকাল ৬টা থেকে পরের সকাল ৬ টা
পর্যন্ত সিলেট নগরীতেই ৩৫৭ দশমিক
৮ মিলিমিটার রেকর্ডও করা হয় যার।
শনিবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত
আরও ১০২ মিলিমিটার বৃষ্টিপাত করা
হয়েছে রেকর্ড নগরীর প্রায় সব ওয়ার্ড
জলাবদ্ধ হলে মানুষ হয় ক্লান্ত ও শ্রান্ত।
সকাল ৯টার দিকেই বৃষ্টি বন্ধ হয়ে যায়
ফলে পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে
বৃষ্টিপাত ০৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
৪ দশমিক ০২ মিলিমিটার রেকর্ড পায়।
নগরীর অধিকাংশ বাড়িতে পানি ঢুকে
নগরীতেই উজানের পানি প্রবাহিত হয়
আর তা সুরমা নদী দিয়ে নিচে নামতে
দ্রুত পারে না ফলে সবে ভোগে শোকে।
সিলেট শহরকে বন্যা হতে বাঁচাতে হবে
এজন্য অবিলম্বে সুরমা নদী খনন করা
হলে ঘন ঘন ঘটে যাওয়া বন্যার এ হেন
কবল থেকে বেঁচে থাকতে পারবে সবে।