মান অভিমান
ঘনিষ্ঠ বন্ধু আপন হয়ে
যেন বেঁধেছে বুকে ঘর
কষ্ট হবে তখন যদি বা
তাকে করে কখন পর।
সুখের নদী হয়না যেনো
কোন দুঃখের বালু চর
সকল সময় রেখো বন্ধু
তোমার দুর্ভাগার খবর।
একদিন সে হেরে যাবে
আকাশেরই এক কোণে
পাবেনা কখনো সেদিন
তাকে খুঁজবে সব খানে।
সে কিন্তু হাসবে তোমার
ভাসবে চোখের ই জ্বলে
স্নেহ মমতার কত বন্দন
বুঝবে বন্ধু কাকে বলে।
তার যদি বা দেখা না হয়
ভেবো না সে দূরে আছে
আর যদিচো কথা না হয়
মনে করোনা ভূলে গেছে।
না হাসলে তুমি ভেবোনা
অভিমান যেনো করেছে
ফোন যদি নাহি করে তবে
ভেবো না সে দূরে সরেছে।