তোমার হতাশায় !
একটি গাছে দু’টি পাখি রঙ তাদের সাদা
আমি আর তুমি এক অদৃশ্য মায়ায় বাধা।
আকাশে দেখা যায় হাজার তারার মেলা
অপলক দৃষ্টিতে দেখো তারাদেরই খেলা।
নৌকায় পাল টি তুলে চলো ভেসেই যাই
বাসা বাঁধব যে দেশেতে আর কেহো নাই।
ক্লান্ত মনের বেহাতে যতো হয়েছে রাগিনী
তুমি তো মরীচিকা শোন মোর যা কাহিনী।
জানি না তো কেনো মন কাছে ছুটে যায়
কত মধু রাত বৃথা যায় তোমার হতাশায়!
সাথেই থেকো যেওনা কখনো আর ছেড়ে
ছেড়ে গেলে দুর্ভোগও অনেক যাবে বেড়ে!
স্বপ্নের খেয়া বেয়ে কাছে এসেছিলে রাতে
সকালে চোখ মেলে দেখি তুমি নাই সাথে!
সাথে থাকতে বন্ধু কতো করে গেছো ভুল
তোমার আর আমার মধ্যে নেই গন্ডগোল!
আল্লাহর অসীম করুণায় সব বেঁচে আছি
অসংখ্য নিয়ামত যা আমরা ভোগ করছি!