অন্তর জ্বলে
বড় নাতনীটি যাবে নানারবাড়ী
সময় মত মামা আসবেন নিতে
তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি।
ঐ দিন কর্মস্থলে আমি ছিলাম
নাতনীটির যাত্রার প্রাক্ষালে যে
হঠাৎ করে তার ফোন পেলাম।
ফোন রিসিভের এক মূহুর্ত পর
সালাম দিয়ে সে বলে দাদা ভাই
মোরা যাচ্ছি শত খুশি ছিল স্বর।
খোদা হাফিজ তখন বলি আমি
ছহি ছালামতে সবাই সেথা যাও
পৌঁছেই কিন্তু ফোন দিবে তুমি !
আমার ছোট্রো নাতনীটির সাথে
মোবাইল ফোনে বাসার সকলে
অনেক্ক্ষণ আলাপ করি রাতে।
তার আপুর যাত্রার খবরটি পায়
সে সবার কাছেতে জানতে চায়
পরক্ষণে মন যা বিষন্ন হয়ে যায়!
নাতনীদের জন্য যত প্রার্থনা চাই
অসীম করুণাময় আল্লাহর কাছ
হতে যেনো শত মেহেরবানী পাই!