মাফ চেয়ে নাও
কাউকে কষ্ট দেওয়া উচিৎ নয়
কখনো যদি কেউ অন্যকে যে
কোন ভাবে মনে আঘাত দিয়ে
থাকে তবে দেরী না করে যথা
শীঘ্র সে যেন মাফ করতে কয়।
মজলুমদের প্রার্থনা কবুল হয়
কোনো ব্যক্তি দু:খ কষ্টের জন্য
আহাজারি ও কায়মনে আল্লাহ
পাকের কাছে ফরিয়াদ করলে
তার সব দোয়া কবুল হতে রয়।
অত্যাচারীত ব্যক্তির যতোই কষ্ট
সহানুভূতি সহমর্মিতা সহায়তায়
বেদনা ও যাতনা লাঘবের জন্য
যদি কেউ এগিয়ে এসে নিবারণ
করে খোদা হবেন তার প্রতি তুষ্ট।
আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব যত
ইবাদত উপাসনা করে আল্লাহর
সন্তোষ্টি অর্জনের ফলে অসংখ্য
অগনিত মেহেরবানী লাভের পর
সকলে মুক্তি পাবো শতো শতো!