অধিক উন্নত
বেলা শেষে সব ঘরে ফিরে
সকাল হতে বিকেল পর্যন্ত
অর্জন করে নেয় মন ভরে।
কতো মানুষ যায় বেশ দূরে
প্রয়োজনীয় কার্য সম্পাদন
শেষে প্রত্যাবর্তন করে পরে।
অনেকে কাজ করে অধিক
সময়ের মূল্যায়ন করে তার
জীবনও উন্নত হয় সর্বাধিক।
নিয়মমত সময়ের দেয় মুল্য
বাধা বিঘ্নো পেরিয়ে অগ্রসর
হয় কেউ থাকেনি তার তুল্য।
যথা সময় সে সব নেয় করে
কষ্ট সহ্য অধ্যবসায়ের জন্যে
তার জীবন উন্নত করে সারে।