কতো আহাজারি !

অনেকদিন কথা হয়না তোমার সাথে
আজ আবার মনের যত কথা বলতে
শুরু করছি শতো দু:খের কথা যাতে!

কয়েকটি বন্ধু মিলে দূরের যাত্রা করি
বিরতিহীন বাসে পর্যায়ক্রমে সব উঠি
উপস্থিত সবে খোদা তায়ালাকে স্মরি!

আল্লাহর নাম নিয়ে বাস ছেড়ে দিলো
দ্রুত বেগে চলে অনেক রাস্তা পেরিয়ে
এক মোড়ে হটাৎ গাড়ীটি উল্টে গেলো!

চালক বেরিয়ে দৌড়ে দূরেই চলে যায়
গাড়ির অনেকাংশ দুমড়ে মুচড়ে আরো
জনগণ কতো আহাজারি শুনতে পায়!

অনেক আহত আরোও প্রাণ হানি ঘটে
চিকিৎসার্থে সিএনজিতে জনগণ তুলে
রক্তাক্ত বিকলাঙ্গ যাত্রীদের নিয়ে ছুটে!

আমরা মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হই
মা বাবা আত্নীয় স্বজনের দুওয়ার ফলে
আল্লাহ পাকের করুণাতে নিরাপদ রই!

পরম করুনাময় আমাদের পালন কর্তা
দু:খ দুর্গতি অসুখ বিসুখ আরোও বালা
মুছিবতে তিনি তো একমাত্র মুক্তি দাতা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *