ভাঙা আয়না !
বড় আম গাছের বুকে দুটো পেরেক গাঁথা
ভাঙা আয়নাটি টানানো হয়েছে পেরেকে
সুতো বেঁধে যা তার বিপরীতে ছিল পাতা।
একটি কাঠের চেয়ারের উপর ব্যক্তি বসে
আয়নায় তাকানো আর এক তরুণ হাতে
চিরুনী আর কেঁচি নিয়ে চুল কাটছে ঠেসে।
এক সময় গ্রাম-গঞ্জের সাধারণ চিত্র ছিল
আধুনিক যুগের জেন্টস পার্লারের দাপটে
খোলা আকাশের নিচের ঐসব চলে গেল!
ক্ষৌর কর্মের এ দৃশ্য অনেক বিরল এখন
খোলা আকাশের নিচে বসে এতো সুন্দর
চিত্র বিভিন্ন জংশনেই দেখা যেতো তখন!
তিন বেলা জুটত না ক্ষৌর কর্মীদের ভাত
অভাব অনটনে জীবিকার তাগিদের দায়
চুল কাটায় পারদর্শী থাকতো ওদের হাত!