বার্ধক্য

                 

শৈশব কৈশোর এবং যৌবন কাল ,
সব পেরিয়ে আসে যবে বৃদ্ধের হাল।
বয়সের ছাপে নেই চেহারার উজ্জ্বল,
থাকেনা তখন রুপের কোন ঝলমল।
রোগে ব্যাধিতে শরীর করে টলমল,
অঝর ধারায় কখনো অশ্রু ছলছল।
সময় কিভাবে দ্রুত গড়িয়ে চলে?
বিবর্তনে সবার কিন্তু বার্ধক্য মিলে।
একদা ছিল কতই! দাপটে ব্যক্তি;
এখন চলেনা তাঁর যেকোন যুক্তি।
বছর কাল কত যোগ পেরিয়ে যায়, বিত্তশালী হলেও মনে শান্তি নাহি পায়।
স্রষ্টা মহান আল্লাহ রাহমানুর রাহিম,
সকলের শান্তি দাতা কুদরতে করিম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *