কতো অহংকার
ঘরবন্দি হলে বাতাসেরা বন্ধ হয় দম
পকেট-ভর্তি সূর্য-রোদে মেতে ওঠেই
পঞ্চাশের পৌঢ় হলেই শক্তি রয় কম।
কতো জনের অহংকারে তোলে ঢেউ
সুখের ঢোক যেন গিলে যাচ্ছো যতো
নদী ভর্তি জল কারুকাজে নেই কেউ।
জলেরা চোখের কাজল লেপ্টে দেয়
কেহ ফেসবুকে আক্রান্ত হতে চায়নি
ট্যাগের যন্ত্রণাতেই আলো কমে নেয়।
একদিন সুরমার জলকে বলেছিলো
তীরের বাতাসে আরো ধনী হতে চায়
অহংকারগুলো ছাদ তুল্য হয়ে গেল।
পরীদের পিঠ ছাদের বাতাসে থাকে
পিঠের প্রকারভেদ করে আরো ভরা
নদী-বাতাস নিয়ে উপরে উঠে ফাঁকে।