কতো স্বপ্ন ছিলো!
আমার স্বপ্ন ছিলো দু’চোখে
আর আশা ছিলো এই বুকে
যতোই অনুরাগ আরো কথা
অসংখ্য অগনিত হাসি গান
অফুরন্ত হাসি নেই যে আজ
কত কিছু হয়ে গেছে মিলান
দৈবাৎ ঝড় এসে ভেঙে গেল
এখন জীবনটা এলোমেলো
প্রচন্ড বেদনাতে কেঁদে উঠে
মন মন্দির আরোও আমার
অসংখ্য ব্যথার সাগরে মিশে
অকস্মাৎ হয়ে যে একাকার
কাঁদাতেও বেঁচে আছে হায়
স্মৃতির স্রোত থমকে দাঁড়ায়
এক ঝড় এসে ভেঙে গেলো
ফলে জীবনটা এলোমেলো!