মধুর সমীরণ
যতন করেও রেখেছো যেখানে এ মন
সেখানে আমায় রেখো সারাটি জীবন।
সারাক্ষণ তুমি ছাড়া অন্তরে থাকে ভয়
মোর বুকের মাঝেতে নিরাপধ আশ্রয়।
গাছের ডালে কোকিল বসে গান গায়
হৃদয় মোর তার সাথে কত শান্তি পায়।
মন মাতানো আজকের মধুর সমীরণে
এসো বন্ধু এ লগনে থাকো জুড়ে মনে।
সুখের সাথী তুমি যে আমার মনে রাগ
সুখ দু:খের আরো সমান সমান ভাগ।
সামান্য বেদনায় চোখের কোনের জল
মনে হলে তুমি আমায় দিও তখন কল।
অন্তরংগ বন্ধুটি আমার দেও যদি সাড়া
আল্লার নামে বের হবো করে তাড়াহুড়া!