নীল আকাশের নীচে
পাখিগুলো নীল আকাশে উড়ছে একা একা
পৃথিবীতে পাইনি আজো আপন কারো দেখা।
পৃথিবীর সকল স্বার্থপর কঠিন তাদের মন
ধরণীর বুকে কেউ আরো নেই তো আপন।
হে আকাশ তুমি কতো নীল সমুদ্রের আবছায়া
ইচ্ছে করে তোমাকে ছুঁতে প্রজাপতির যা মায়া!
অনেক বেশী যদি সৌন্দর্য খুঁজে পেতে চাও
আকাশের দিকে তবে তুমি একবার তাকাও!
সৌন্দর্য আরো আলো খুঁজে পাবে প্রচুর সেথা
দেখতে পাবে স্পর্শ করতে পারবে নাহি যেথা!
পাখনা তুমি প্রজাপতির আমায় নিয়ে চলো
আসছি আমি নীল আকাশ মেঘ ছল ছলো!
নীল আকাশ সৌন্দর্যের এক বিশাল অধিকারী
আকাশের নিচে সকল ধর্মেরি মানুষ বাস করি!