শান্তি যদি চাও
ইহকাল পরকালে চাও শান্তি যদি
সময়নিষ্ট ও কর্তব্য পরায়ণে চলে
আল্লাহর উপাসনা করো নিরবধি।
নেই কোন অবকাশ থেমে থাকার
জীবন চলার পথে বাঁধা আসতেই
পারে চেষ্টায় থাক সব দূরে রাখার।
বাঁধা আসলেও আবার শুরু করো
সত্যনিষ্ঠ ভাবে থাক আর আল্লাহ
তায়ালার রাস্তায় চলার পথ ধরো!
কষ্ট বিনা সুখ লাভ করা শত কঠিন
সময়ের মূল্যায়নে কাজ করো আর
দিন যাপন করতে থাক করে রুটিন।
প্রতিকূল যত অতিক্রম করে গেলে
ধৈর্য্য সহিষ্ণুতাতে রাস্তায় যাও চলে
দুনিয়া আখেরাতে যত শান্তি মিলে!