যতো ব্যথা
নাতনী দু’টির তরে
মোর প্রাণ কতোই
যে কাদে আমি ইহা
বুঝাব কেমন করে।
অবশ্য বড়টি পাশে
আছে ছোট নাতনী
আমার এক বৎসর
যাবৎ আছে প্রবাসে।
তার সাথে যত কথা
প্রত্যেক দিনেই চলে
কখনো যদি না বলে
বৃদ্ধি পায় বুকে ব্যথা।
তার আপুকে ডাকে
পরে কথা অনেক্ষণ
একে অপরের সাথে
একনিষ্ঠ বলে থাকে।
কোন দিন ছোট জন
ফোনে থেকে খেলতে
সে তফাত গেলে তয়
আপুর রুক্ষ হয় মন।
প্রিয় নাতনিদের দায়
সকলের নিকট দোয়া
চাই স্রষ্টার দয়ায় যেন
জীবনভর শান্তি পায়!