জান্নাত ওয়াজিব
উত্তম আচরণের সওয়াব এতিমদের সাথে
সম্পর্কিত রাসুল(সা.) বলেছেন ওই বাড়িই
মুসলিমদের সর্বোত্তম যেই বাড়িতে এতিম
রয় এর সঙ্গে ভাল ব্যবহার করা হয় যাতে।
কেবলমাত্রই এখানেতে বর্ণনাটির শেষ নয়
যে বাড়িতে এতিমদের আদর যত্ন করা হয়
সে বাড়িকে সর্বত্তম বাড়ি আখ্যা দিয়েছেন
প্রিয় নবী করিম(সা.) যার বিশদ উক্তি রয়।
এতিমের সংগে আচরণ কতো নিকৃষ্ট হলো
খারাপ ব্যবহার করা হলে অতঃপর নবীজী
অঙ্গুলি তুলে তিনি এবং এতিম পালনকারী
জান্নাতে এমোত থাকার বাণী পাওয়া গেল।
যে খাবারে এতিম শিশুর মনে সন্তোষ্টি পাবে
নিজেদের খাবারের আয়োজনের আপন মা
বাবার সঙ্গে বসায়ও পরিতৃপ্ত হয়ে খাদ্য খায়
তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।