চোখের পানি
এমন কথা কাহাকে বলো না
যাকে পরে সরিও বলতে হয়
এমন করে দুরে টেলে দিওনা
দু:খ কষ্ট তার মনে লেগে রয়।
কেউ স্নেহ পাওয়ার যোগ্য যত
তার থেকে তাকে অধিক যদি
মহব্বত করো নিশ্চিত তাহলে
রবে সীমাহীন যাতনা নিরবধি।
আমাদের সবার চোখের পানি
দামী কারণ কতো ধরনের ইহা
থাকলেও একমাত্র এ পানিতে
বোঝা যায় হারানোর কষ্ট যাহা।
কতো আছে চাওয়ার পাওয়ার
কষ্ট লুকিয়ে না পাওয়ার থাকে
আর এজন্যই এই বাস্তবতাকে
মেনে নেয় দু:খের যতো ফাঁকে।
হাজার কষ্টের মাঝে যে মানুষ
তার প্রিয় লোককে রাখে মনে
সে স্নেহের মানুষটিকে কখনো
ভুলতে পারবে না কোন খানে।