সর্বোত্তম মাস

রাসুল (স.)এর নির্দেশনামতে রমজান মাসে
মুমিন মুসলমান বিশেষ চারটি আমল দ্বারা
দোয়ার মাধ্যমে পুরো মাসটি যেন ভরে দেয়
ইবাদতে ও পরিবর্তন করে বসন্তের সুভাসে।

রমজান মাসে সবে আমল বেশি বেশি কর
যে ৪টি আমল এর মধ্যে দুইটি সৃষ্টি কর্তার
জন্য আর দু’টি কাজ আমাদের নিজেদের
তরে মনে প্রাণে সেরে কল্যাণের রাস্তা ধর।

সর্বোত্তম তাসবিহ – لَا اِلَهَ اِلَّا الله পাঠ করা
আল্লাহর নিকটে বেশি বেশি ইসতেগফার
তথা ক্ষমা প্রার্থনা আল্লাহর জন্য করা এই
দুই আমল মংগলময় হবে করে যাবে যাঁরা।

আরো দুইটি আমল আমরা সকলের তরে
সেগুলো হলো স্রষ্টার কাছে জান্নাত প্রার্থনা
জাহান্নামের আগুন হতে মুক্তি চেয়ে শেষে
নেক কাজে ভরে দিতে হবে জীবনটি ভরে।

কুরআন নাজিলের নেয়ামতে রমজান মাস
এ মাসের বিশেষ চারটি আমলগুলোর সঙ্গে
কিছু জিকির ও দোয়া রয়েছে অন্যান্য বাকী
এগারো মাসের মধ্যে সর্বোত্তম হলো এ মাস।

বান্দা আল্লার সন্তুষ্টিতে করবে জান্নাত লাভ
যত ইবাদত বন্দেগী জিকির আজকার এবং
দোয়া পালনে তারা জাহান্নামের অগ্নি থেকে
মুক্ত রবে তাই সর্বদা রয় যেনো নেকির ভাব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *