মুখে হাসি
দেশের যতো মজুর – চাষি
চলো দেশকে ভালো বাসি
মুখে সকলের ফুটবে হাসি।
অবশেষে দুঃখ যাবে দূরে
নিপিড়ন নির্যাতন শোষণ
কেবল শোষক দলে করে।
শ্রমিক ও মজুর এক হলে
থাকবে না তো অন্ধকারে
সুখ প্রশান্তি আসবে চলে।
কেহো থাকতে নাহি পারে
বেশী দিন ধরে এ সংসারে
তাই সময়ে কর্ম যেন সারে।
সবার নিকট এই নিবেদন
আমার মনে ভাবি সর্বক্ষণ
কার তল্লাশী পড়বে কখন।