অবুঝ পাখি
একমাত্র মনের মানুষ মনেরই ভিতর
প্রাণ প্রিয় বন্ধু মোর অন্তরের অন্তর।
করো নাকো তুমি মোরে কখনো পর
তোমার বিরহ ব্যথায় লেগে রয় জ্বর।
না দেখলে এক বার পরানটি পোড়ে
মোলাকাত না হলে তৃষ্ণা যায় বেড়ে।
পরিপূর্ণ সিন্ধু পাইনা জল এক বিন্দু
পিপাসায় কাতর যে তুমি জানো বন্ধু।
এত ভালোবাসা আমি কোথায় রাখি
বন্দী থেকো তুমি ওগো অবুঝ পাখি।
তোমার জন্যে অন্ধ যাওয়ার পথ বন্ধ
সাক্ষাৎ না হওয়ায় মন রয় নিরানন্দ।