পরিশ্রমে সফলতা
হাল ছেড়ে দেওয়ার সময় বুঝে নাহি পেলো
এমন লোক জীবনে তাদের যতোই ব্যর্থতা
যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল।
কারো জীবন যাপন করার জন্যে সময় নষ্ট
আপনার সময় সীমিত বলে ভুলেই কখনো
করবেন না অন্য মানুষের কোনোও অনিষ্ট।
জীবন কখনই সহজ নয় কাজ করতে হবে
বাধ্য বাধকতা পূরণ করার পরে সত্য আর
কষ্ট সহিষ্ণুতায় জীবন অতিক্রম করে রবে।
সময়ের মূল্য দাও প্রতি মূহুর্তকে দখল কর
সত্যিকারে প্রতিটি মূহুর্তকে উপভোগ করে
অলসতায় না থেকে পরিশ্রমে উন্নতি সারো।