পরকালে মুক্তি !
দিন ও রজনী একাধারে
কাজ কর্মের ফাঁক দেখে
নিয়ম আরো সময় মতো
স্রষ্টাকে ডাক বারেবারে।
আল্লাহ ছাড়া উপায় নাই
তাঁর দয়াতে খাবার খাই
সুন্দরভাবে জীবন চালাই
উভয় জাহানে শান্তি পাই।
খোদা তায়ালা মেহেরবান
তিনি অসীম অনুগ্রহ করে
মোদের নাযাত করেন দান
সকলে গাই তাঁর গুনগান।
আমরা সবাই সৃষ্টির সেরা
উপাসনায় সময় নিষ্ঠ যারা
ইবাদত বন্দেগীতে ইহ আর
পরকালে মুক্তি পাবে তারা!