নিঃস্বার্থ বন্ধু
নয়ন জলে ভাসিয়ে দু’চোখে কাঁদছো কেন তুমি
এই দেখনা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি।
চোখের এক ফোটা জলও পড়বে না যতো দিন
তোমার নিকট অন্তরংগভাবে থাকব ততো দিন।
নীল আকাশ শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা
বন্ধু তোমার সাথে কেন যে হয়না আমার দেখা।
শুধু সুখের সময় যে ব্যক্তি থাকে তোমার কাছে
তার পক্ষে আসল বন্ধু হওয়া পুরোটা তো মিছে।
যে মানুষটি বিপদের সময় তোমার পাশে থাকে
দু:খের সময় নিজেকে আরোও উপস্থিত রাখে।
সেই তো তোমার আন্তরিক বন্ধু এই জগতে হয়
নিঃস্বার্থ আর সহনশীলদের এ রকম প্রমাণ রয়।