হিংস্র প্রজাতি
তোমাকে বারণ করেছিনু কতো
কখনো একা তুমি যেওনা সেথা
যেথায় রয়েছে অধিক ভয়ংকর
আরোও আছে জীব জন্তু যতো।
বন জংগল পাহাড় পর্বতে ঘেরা
সেথা লুকায়িত রয়েছে অসংখ্য
অগনিত হিংস্র জীব জন্তুও ভরা
এসব স্থানে বসবাস করে তারা।
ঐ লোকটি কতোই নাছুড় বান্দা
কাহারো কোন উপদেশ বাণী না
শুনে বন জংগল আর পাহাড়ের
পাদদেশে শিকারের ছিল ধান্দা।
একদিন সাত সকালে গাছে উঠে
পাখির বাসা হতে ছানাদের ধরে
আনতে অবশেষে আচমকা এক
সিংহ হাজির হলে ভাগ্যে যা ঘটে।
ঐ গাছটিতে বসে চেচামেচি করে
হিংস্র জন্তুটি অনেক্ষণ অপেক্ষার
পরে আল্লাহর অনুগ্রহে দূরে চলে
গেলে বিপদ হতে মুক্তি পায় পরে!