বিশ্বের বিস্ময় !
সবাই কিন্তু বেশী পেতে চায়
কারো প্রাপ্তি কখনো যদিবা
পরিমানে সামান্য অল্প হয়ে
থাকে তবে তাৎক্ষণিকভাবে
অন্তরে অসন্তোষ দেখা যায়।
কাহার ভাগ্যে কি আছে ভাই
কোন ব্যক্তির ইহা জানা নাই
একমাত্র বিশ্ব নিয়ন্তা আল্লাহ
পাক ইহ পরকালসহ সকলি
জ্ঞাত তিনি তো মালিক সাঁই।
এ বিশ্বের বিস্ময়ে চিন্তা কর
মহাকাশ হতে ধরণীর উপরে
কত অসংখ্য অগনিত মানুষ
জীব জন্তু পশুপাখি অজানা
রয় ওদের কথা ভাবতে পার।
বিশ্ব ভ্রম্মান্ডের নিয়ন্তা যিনি
আকাশ পাতাল টিলা পর্বত
জল স্থল নদী নালা সাগর ও
মহাসাগরে বসবাসরত যতো
আছে সবার খাদ্য দেন তিনি।