স্রষ্টার দয়া !
হে রহিম ও রহমান আল্লাহ পাক
এ পৃথিবীর বুকে যত পাপী তাপী
গুনাহগার বসবাস করে সকলেই
তোমার অসংখ্য অসীম করুণায়
দোয়া করে চেয়ে নেয় গুনা মাফ!
পরম করুনাময় স্রষ্টার দয়া কত
তাঁর সৃষ্ট জীবের জন্যে যাবতীয়
প্রয়োজনীয় যত কিছু সবি কিন্তু
আল্লাহ তায়ালার মেহেরবানীতে
বিতরণ করে দেন বেশুমার যত!
সৃষ্টির সেরা জীব হিসেবে মোরা
আমল আখলাক ঠিক ও সুন্দর
রেখে সকলে ইবাদত বন্দেগীতে
মত্ত থেকে উন্নয়ন উন্নতির জন্য
কর্ম করলে সুশ্রী হয়ে যাবে ধরা!