কোলাহল
কৌশোর বয়সী একটি ছেলে
অভাব অনটনে সংসার চলে
পর্যাপ্ত খানা খাদ্য নাহি মিলে।
দু:খ দুর্গতি সর্বদা লেগে যায়
খাবার দাবার যোগাড়ের দায়
হাটে যাবার বেলা সাথী পায়।
গন্তব্য স্থানে উপস্থিতির পরে
ওরা দেখে একটি স্থান ঘিরে
কত লোক যেথা ফুর্তি করে।
বহু দূরের একটি গায়ক দল
তাদের দেখতে কত জনবল
দর্শকবৃব্দের ছিল কোলাহল।
শেষে ঐ ছেলে কিনলো জাম
উপার্জন করতে বাড়িয়ে দাম
বিক্রির ভিড়ে চললো ধুমধাম।
ব্যবসায় অধিক মুনাফা লাভ
গেল সামান্য হলেও খাদ্যভাব
যেথা লেগে থাকত যা অভাব।